ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শ্রম আইন সংশোধন ও বাস্তবায়নে ১১ প্রস্তাবনা ডাইফের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪

শ্রম অধিকার ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশের শ্রমখাত সংস্কারে বর্তমান সরকার গঠিত শ্রম সংস্কার কমিশন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে অনুষ্ঠিত সভায় ডাইফের পক্ষ থেকে শ্রম আইন সংশোধন ও কার্যকর বাস্তবায়নের জন্য ১১টি প্রস্তাবনা তুলে ধরা হয়।

সভায় শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শ্রম সংস্কার কমিশন কাজ করে যাচ্ছে। ‘সবার জন্য নিরাপদ কাজ’ নিশ্চিত করতে ডাইফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ডাইফের মহাপরিদর্শক ওমর ইমরুল মহসিন বলেন, শ্রমখাত উন্নয়নে মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দপূর্ণ সমন্বয় সাধন অত্যন্ত জরুরি। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় শ্রম খাতের প্রয়োজনীয় সংস্কার ও বাস্তবায়ন অপরিহার্য।

১১ দফা প্রস্তাবনাগুলো হলো-
১। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের সব শ্রমিকের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণ
২। কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বৃদ্ধি
৩। শ্রম আইন লঙ্ঘনের ক্ষেত্রে দণ্ডের পরিমাণ বৃদ্ধি
৪। সারাদেশে ৬৪টি জেলায় অফিস স্থাপন এবং শ্রমঘন এলাকায় একাধিক উপমহাপরিদর্শকের কার্যালয় স্থাপন
৫। শ্রম অসন্তোষ নিরসনে শ্রমবিষয়ক ইন্টেলিজেন্স এজেন্সি গঠন
৬। শ্রমিকদের মজুরি মাসের ৭ দিনের মধ্যে পরিশোধ নিশ্চিত করে এরিয়া ইন্সপেক্টরকে নোটিফাই করা
৭। কর্মক্ষেত্রে যৌন হয়রানির শাস্তি নিশ্চিতকরণ
৮। শ্রম পরিদর্শক কর্তৃক শ্রম আইন লঙ্ঘনের ক্ষেত্রে ‘প্রশাসনিক জরিমানা/স্পট ফাইন’ আরোপের বিধান প্রবর্তন
৯। পরিদর্শক প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা গ্রহণ করার বিধান
১০। কারখানাগুলোতে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন বাধ্যতামূলক করা এবং
১১। শ্রম লাইসেন্সকে কারখানা-প্রতিষ্ঠানের উৎপাদন শুরুর পূর্বশর্ত ও কমপ্লায়েন্সের শর্ত হিসেবে নির্ধারণ।

সভায় শ্রম সংস্কার কমিশনের সদস্য ড. মাহফুজুল হক, ড. জাকির হোসেন, অ্যাডভোকেট এ কে এম নাসিম, চৌধুরী আশিকুল আলম, সাকিল আখতার চৌধুরী, তাসলিমা আখতার, ডাইফের অতিরিক্ত মহাপরিদর্শক আরিফ আহমেদ খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি রাশেদুল আলম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের মহাসচিব ফারুক আহমেদ, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএর সদস্য এ এন এম সাইফ উদ্দিন, ডাইফের জ্যেষ্ঠ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শ্রমিক ও মালিকসহ অন্য অংশীজনেরা উপস্থিত ছিলেন।

এমকেআর/এমএস