মুক্তিযোদ্ধাকে অবমাননার নিন্দা প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের
কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল রোববার মুক্তিযোদ্ধা আবদুল হাইকে অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সোমবার (২৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, মুক্তিযোদ্ধা আবদুল হাইকে অবমাননার ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করতে পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
- আরও পড়ুন
- জমি নিয়ে বিরোধ, প্রকাশ্যে দুই নারীকে পেটালেন যুবক
- সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
পুলিশের বরাত দিয়ে তিনি জানান, আবদুল হাই হত্যাকাণ্ডসহ মোট নয়টি মামলায় আসামি।
দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি অনুরোধ জানান আবুল কালাম আজাদ মজুমদার।
এমইউ/কেএসআর/জিকেএস