ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আফতাবনগরে ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২২ ডিসেম্বর ২০২৪

রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) রাত ১১টার দিকে আফতাবনগরের এফ ব্লকের পাসপোর্ট অফিসের সামনে অভিযান পরিচালনা করে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন-শাওন আলী (১৮), হৃদয় বাবু (১৯) অন্যজন ১৪ বছরের কিশোর।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, শনিবার রাতে আফতাবনগরের ই-ব্লক এলাকায় পাসপোর্ট অফিসের সামনে ছিনতাইকালে শাওন আলী, হৃদয় বাবু ও রাকিবুল হাসানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তল্লাশি করে শাওন ও হৃদয়ের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তারা পরস্পর যোগসাজশে ঢাকা শহরে ভাসমান হিসেবে বসবাস করে বাড্ডা থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতেন।

টিটি/এমআইএইচএস/জেআইএম