চট্টগ্রামে যুবক খুনের ঘটনায় দুজন গ্রেফতার
চট্টগ্রামে খাবারের উচ্ছিষ্ট বিক্রি নিয়ে বিরোধের জেরে জসিম উদ্দীন নামে এক যুবককে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেফতাররা হরে নেজাম উদ্দিন দিপু (২৫) ও সিয়াম (২৫)।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দিপুকে এবং পরে বন্দর থানাধীন চান্দাপাড়া এলাকা থেকে সিয়ামকে গ্রেফতার করা হয়।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।
- আরও পড়ুন
- চট্টগ্রামে উচ্ছিষ্ট খাবারের ব্যবসা নিয়ে বিরোধে যুবক খুন
- ছাত্র আন্দোলনে হামলা, চট্টগ্রামে ছাত্রলীগ নেতা গ্রেফতার
তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের আনন্দবাজার আবর্জনার ভাগাড়ে ডাম্পিং করা বাসাবাড়ির বর্জ্য, মেয়াদোত্তীর্ণ পচা-বাসি খাবার, নষ্ট ফলমূল ও বোতল কুড়ানো, ক্রয়-বিক্রয় সংক্রান্ত ব্যবসাকে কেন্দ্র করে টিজি কলোনিতে মঙ্গলবার রাতে ভিকটিম জসিমকে ছুরিকাঘাত করে আসামিরা।
পরে বুধবার সকাল ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
এমডিআইএইচ/বিএ