গলার কাঁটা ইভিএম: ওয়্যারহাউজ নির্মাণের প্রতিবেদন চাইলো ইসি
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যেন গলায় আটকে আছে নির্বাচন কমিশনের (ইসি)। দীর্ঘদিনের চেষ্টায় এখনো ইভিএম সংরক্ষণে কোনো ওয়্যারহাউজ নির্মাণ বা ভূমি অধিগ্রহণ করতে পারেনি ইসি। ফলে মাঠ পর্যায়ে সংরক্ষিত ইভিএমগুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
ইসি কর্মকর্তারা বলছেন, বর্তমানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ইভিএম সংরক্ষিত আছে এবং কিছু কিছু প্রতিষ্ঠানের নিচ তলায় স্যাঁতসেঁতে অবস্থায় আছে। এতে ইভিএমগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইভিএম সংরক্ষিত থাকায় সেখানে পাঠদানেও অসুবিধা হচ্ছে। এ অবস্থায় ১০টি অঞ্চলে ইভিএম সংরক্ষণের জন্য ওয়্যারহাউজ তৈরির নির্দেশনা দিয়েছিলেন সাবেক সচিবরা।
সম্প্রতি ইসির সমন্বয় সভায় জানানো হয়, ওয়্যারহাউজ নির্মাণের জন্য আঞ্চলিক ও জেলা পর্যায়ের খাসজমির পাশাপাশি সরকারি অন্যান্য সংস্থার জমিও দেখে উপযুক্ত ও প্রয়োজনীয় পরিমাণ জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ নির্দেশনা দিয়ে বলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের ওয়্যারহাউজ নির্মাণের জমি অধিগ্রহণের কার্যক্রমের পাশাপাশি বিদ্যমান ভবনগুলো সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন চলতি মাসের মধ্যে কমিশনের নির্ধারিত শাখায় দিতে হবে।
এমওএস/এমএইচআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ গুমের সঙ্গে জড়িত সেনা-পুলিশের ২০ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ২ শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে ৫ কর্মকর্তা নিয়োগ
- ৩ প্রধান উপদেষ্টার সঙ্গে কায়রোতে মালয়েশিয়ার মন্ত্রীর সাক্ষাৎ
- ৪ রেমিট্যান্সযোদ্ধাদের হাসিমুখে বরণ করুন: রাষ্ট্রদূত মুশফিক
- ৫ কৃষিজমিতে রাসায়নিক সারের ব্যবহার ভয়াবহ অবস্থায় পৌঁছেছে