প্রধান তথ্য কমিশনার নিয়োগের দাবি তথ্য অধিকার ফোরামের
অতিদ্রুত পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করে তথ্য কমিশনে প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনার নিয়োগের দাবি জানিয়েছে তথ্য অধিকার ফোরাম। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সংগঠনটির আহ্বায়ক শাহীন আনাম সই করা এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের কাছে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, তথ্য অধিকার আইন ২০০৯ দেশের সব নাগরিককে সরকারের কাছে সংরক্ষিত যাবতীয় তথ্য জানার অধিকার নিশ্চিত করে। আইনটির মাধ্যমে জনগণ দেশের সব রকমের সরকারি এবং বেশ কিছু আধা-সরকারি সংস্থার কাছে থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।
জুলাই-আগস্টে দেশের বৈপ্লবিক পরিবর্তনের পটভূমিতে সেপ্টেম্বর মাসে তথ্য অধিকার আইনের মূল পরিচালন সংস্থা তথ্য কমিশনের তিনজন কমিশনারের পদত্যাগ করেন। তথ্য অধিকার ফোরামের দাবি, এর কারণে প্রায় তিনমাস ধরে বাংলাদেশ তথ্য কমিশনের যাবতীয় কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দেশে তথ্য অধিকার আইনের সুষ্ঠু ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তথ্য প্রদানে অসম্মতি বা অপারগতা জ্ঞাপন করলে বা দায়িত্বে অবহেলা করলেও তার বিরুদ্ধে থাকছে না জনগণের কোনো প্রতিকার ব্যবস্থা। জনগণের অভিযোগগুলো শুনানি প্রক্রিয়া থেকে বঞ্চিত হচ্ছে এবং বিরোধসমূহ অমীমাংসিত রয়ে যাচ্ছে। মিলছে না কোনো সমাধান।
তাই তথ্য অধিকার ফোরাম মনে করে বাংলাদেশ তথ্য কমিশনে যদি কমিশনাররা বহুদিন ধরে নিযুক্ত না থাকেন, তাহলে দেশের এই অতিগুরুত্বপূর্ণ আইনটি ক্ষতিগ্রস্ত হবে এবং তথ্যের অবাধপ্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে। এতে করে জনগণও এই অতিগুরুত্বপূর্ণ আইনটি ব্যবহারে নিরুৎসাহিত হয়ে যাবে।
তাই অন্তর্বর্তী সরকারের কাছে তথ্য অধিকার ফোরামের দাবি, তথ্য অধিকার আইন ২০০৯ এর ধারা ১৪(১) অনুযায়ী পাঁচ সদস্যের সমন্বয়ে অতিদ্রুত একটি বাছাই কমিটি গঠন করে তথ্য কমিশনে প্রধান তথ্য কমিশনার এবং তথ্য কমিশনারদের নিয়োগের ব্যবস্থা নেওয়া হোক।
এমইউ/এমএমএ/বিএ