ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কেন্দ্রীয় শহীদ মিনারের ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্বপাশের ফুটপাত থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই ব্যক্তি বেঁচে নেই।

এসআই সুমন বলেন, ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তথ্যপ্রযুক্তির সহায়তায় নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা আছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কাজী আল-আমিন/বিএ/জিকেএস