ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মগবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১১:১৭ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪

রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার মোড়ল বাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. রাকিব (২৪) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের খালু মো. রফিকুল ইসলাম বলেন, রাতে আমাদের বাসায় বেড়াতে আসে রাকিব। পরে বাসা থেকে বেরিয়ে যায়। মগবাজার মোড়ল বাড়ির গলিতে যাওয়া মাত্রই দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহত রাকিবের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায়। বাবার নাম আজিজুল ইসলাম। বর্তমানে, গাজীপুর এলাকায় থাকতো। গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমআরএম/জেআইএম