ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেলো যুবকের

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৭ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪

রাজধানীর পল্টনে ছিনতাই করার সময় গণপিটুনিতে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত পাল জানান, পল্টনের বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনির শিকার হন। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাজী আল-আমিন/এমএইচআর