ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেছেন। রোববার (১৫ ডিসেম্বর) এই সাক্ষাতে তারা দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য যুক্তরাজ্যের প্রদান করা সময়োপযোগী এবং প্রাসঙ্গিক বিভিন্ন সহায়তার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে আর্থিক খাতে কারিগরি সহায়তা এবং শাসন সংস্কার বাস্তবায়নে প্রাসঙ্গিক গবেষণা আয়োজন।

এমআইএইচএস/জেআইএম