ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কোটার অর্ধেক খালি

হজযাত্রী নিবন্ধনের সময় শেষ, মঙ্গলবারও টাকা জমা দেওয়া যাবে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪

আগামী বছর (২০২৫ সালে) হজে যেতে নিবন্ধনের সময় শেষ হয়েছে। তবে তৈরি হওয়া ভাউচারের বিপরীতে আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে।  

রোববার (১৫ ডিসেম্বর) হজ কার্যক্রম পরিচালনাকারী ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও হজ এজেন্সি মালিকদের কাছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সময় শেষ হলেও কোটার অর্ধেক খালি রয়েছে।

চিঠিতে বলা হয়, হজ-২০২৫ এর নিবন্ধনের সময় আজ ১৫ ডিসেম্বর শেষ হচ্ছে। যেসব হজযাত্রীর নিবন্ধনের অর্থ জমাদানের জন্য ভাউচার তৈরি করা হয়েছে এবং যেসব ভাউচার ব্যাংকে জমা করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে, সেসব হজযাত্রীর নিবন্ধনের অর্থ পরবর্তী ব্যাংকিং দিবস অর্থাৎ ১৭ ডিসেম্বর জমা করা যাবে।  

এ বিষয়ে সংশ্লিষ্ট সব হজযাত্রী, হজ এজেন্সি এবং ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ১৭ ডিসেম্বর নতুন করে কোনো হজযাত্রীর ভাউচার তৈরির সুযোগ থাকবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আগামী বছর হজে যেতে গত ১ সেপ্টেম্বর থেকে হজযাত্রী নিবন্ধন শুরু হয়। নিবন্ধনের শেষ সময় ছিল ৩০ নভেম্বর। কিন্তু নিবন্ধনের সাড়া না পাওয়ায় সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। সেই সময় শেষ হলো আজ রোববার।  

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও (২০২৫ সালে) বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে ১০ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি এক লাখ ১৭ হাজার জন হজযাত্রীরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। 

রোববার রাত সাড়ে ৯টায় হজ পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ৬৫ হাজার হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। যা কোটার ৫০ শতাংশ বা অর্ধেক। অর্থাৎ কোটা অর্ধেক এখনো খালি রয়েছে।  

আরএমএম/কেএসআর