ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢামেকের ফুটপাতে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক ব্লক সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লাভলু বলেন, খবর পেয়ে দুপুরে গিয়ে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পাই। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভুক্তভোগী ব্যক্তির বয়স ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। স্থানীয় লোকের মুখে জানতে পারি ওই ব্যক্তি এই এলাকায় থাকতেন। অসুস্থজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই মো. লাভলু।

কাজী আল-আমিন/কেএসআর/জিকেএস