ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত মারা গেছেন
নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. সীমান্ত (২০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
গত বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তিনি।
আরও পড়ুন: ঢামেকের বহির্বিভাগে সেবা বন্ধ, জরুরি বিভাগে রোগীর ভিড়
নিহত শিক্ষার্থীর মামা গালিব বলেন, আমার ভাগ্নে নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন বনানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাতায়াত করতো। গত বুধবার ঢাকা থেকে নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ডে নামে সে। এরপর বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা তার ফোন চায়। দিতে না চাইলে ছুরিকাঘাত করে। আমরা খবর পেয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে ঢামেকে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাজী আল-আমিন/এমএইচআর