ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪

 

রাজধানীর কদমতলীর একটি বাসা থেকে সোহেল আহমেদ সাথিল (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি দনিয়া কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালের দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কদমতলী থানা পুলিশের উপ-পরিদর্শক মো. সালাউদ্দিন জানান, শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে কদমতলী এলাকার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, স্বজনদের কাছে থেকে জানতে পেরেছি বেশ কিছুদিন আগে তুলি নামের এক মেয়েকে সোহেল আহমেদ বিয়ে করেন। এই বিষয়টি পরিবারের কেউ মেনে না নেওয়ায় মানসিক হতাশাগ্রস্ত হয়ে পড়েন সোহেল। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত সোহেলের বাবা মো. সাব্বির আহমেদ বলেন, আমার বড় বোন মারা যাওয়ায় সবাই গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তখন সোহেল বাসায় একাই ছিল। সোহেল আমাদের না জানিয়ে তুলি নামের এক মেয়েকে বিয়ে করেছিল। বিষয়টি মেয়ের পরিবার মেনে না নেওয়ায় আমার ছেলে আত্মহত্যা করেছে বলে আমাদের ধারণা।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানায়। বর্তমানে কদমতলি এলাকায় ভাড়া বাসায় থাকেন।

কাজী আল-আমিন/এসআইটি/জিকেএস