ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পূর্ব তিমুরের রাষ্ট্রপতির সফরে হবে এক চুক্তি ও এক সমঝোতা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আগামী ১৪ থেকে ১৭ ডিসেম্বর তিমুর লেস্তের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা বাংলাদেশে সফর করবেন। তার এই সফরে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি একটি দ্বিপাক্ষিক চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় পূর্ব তিমুরের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর নিয়ে করা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র সচিব।

তিনি জানান, তিমুর লেস্তের রাষ্ট্রপতির সরকারি সফরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি একটি দ্বিপাক্ষিক চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলো হলো-অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি ও দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা বিষয়ক সমঝোতা স্মারক। এই দুটি সমঝোতা সইয়ের মাধ্যমে তিমুর লেস্তের সঙ্গে একটি ব্যাপক অংশীদারত্বের দিকে এগিয়ে যেতে পারব এবং দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা স্থাপনের মধ্যে দিয়ে দু’দেশই লাভবান হতে পারব। এই সফরকালে বাংলাদেশে তিমুর-লেস্তে অনারারি কনস্যুলেট খোলার বিষয়েও ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।

সচিব জানান, দু’দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, বিমান পরিষেবা, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, পেশাদার ও কূটনৈতিক প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ক্ষুদ্রও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং ক্ষুদ্র অর্থ ও ক্ষুদ্রঋণসহ দারিদ্র বিমোচনের বিষয়ে চুক্তি, সমঝোতা স্মারক, সমঝোতা সহযোগিতা সইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।

এছাড়া বাংলাদেশ ও তিমুর লেস্তের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র সমূহ হিসেবে খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, কৃষি, ‘কন্ট্যাক্ট ফ্রেমিং’, প্রাণীসম্পদ ও প্রাণী চিকিৎসা, গভীর সমুদ্রে মৎস্য শিকার, তথ্য প্রযুক্তি, পর্যটন, তিমুর লেস্তে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সুযোগ সুবিধা ও পারমানেন্ট রেসিডেন্ট কার্ড প্রদান এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়সমূহ বিশদ আলোচনা হবে।

এছাড়াও ছাত্র বিনিময়, শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প এবং যৌথ মাস্টার্স এবং ডক্টরাল প্রোগ্রামের মাধ্যমে উচ্চ শিক্ষার আদান-প্রদানে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

আইএইচআর/এমআইএইচএস