বনানীতে বাসায় মিললো গৃহকর্মীর মরদেহ
রাজধানীর বনানী থানাধীন আবাসিক এলাকার একটি বাসা থেকে মারিয়া আক্তার (১৬) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বনানী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত জানান, পুলিশ খবর পেয়ে মধ্যরাতে বনানীর ৯ নম্বর রোডের এফ-ব্লকের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ভোরে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন
ওই গৃহকর্মীর স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, মারিয়া ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। রাতে কোনো একসময় ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মারিয়া মাগুরার মহম্মদপুর থানার বিল্লাপাড়া গ্রামের বাহারুল ইসলামের মেয়ে। বর্তমানে বনানীর ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন এবং সেখানেই থাকতেন।
কাজী আল-আমিন/এমকেআর/জেআইএম