নরসিংদীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ নারীসহ ৫ জন ঢামেকে
নরসিংদী রায়পুরার নজরপুর মিথিকান্দি এলাকায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন। তারা হলেন- মো. রাসেল (২২), মো. বাদল (৬০), মো. মারুফ হোসেন (১৫), মো. আমির হোসেন (২৫) ও সুফিয়া বেগম (৪০)।
তাদের নিয়ে আসা আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি বলেন, এলাকায় প্রভাব বিস্তার কেন্দ্র করে ভোরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে আমার ভাই, ভাবি, ভাতিজাসহ পাঁচ জন গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমার চাচাতো ভাই আমির হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক হোসেন বলেন, সকালে নরসিংদী থেকে নারীসহ পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে হাসপাতালে আনা হয়। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা চলছে। আহতদের মধ্যে আনোয়ার হোসেন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কাজী আল-আমিন/এমআইএইচএস/এমএস