ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কাপ্তানবাজারে দোকানে ঢুকে ছুরিকাঘাত, দোকানির মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৪

রাজধানীর কাপ্তানবাজার এরশাদ মার্কেটে এক দোকানে হামলা চালিয়ে আল-আমিন (২৭) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন। আহত দুজনই নিহত আল-আমিনের ভাই।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে দোকানে হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর গুরুতর আহত অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল চারটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই সুমন বলেন, গুলিস্তানের কাপ্তানবাজারে ১নং ভবনের ৪ নং গেটে আমাদের দোকান রয়েছে। দুপুরের দিকে ৮/১০ জন দুর্বৃত্ত আমাদের দোকানে এসে হামলা চালায়। এসময় আমার ভাই আল-আমিন বাধা দেওয়ায় তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এরপর আমরা এগিয়ে গেলে আমাদের ওপরও হামলা চালানো হয়। হামলায় আমার ভাই আল-আমিন গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমি ও আমার আরেক ভাই আহত হয়েছি।

নিহত আল-আমিন নাটোরের সদর উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের আব্দুল মান্নানের সন্তান। কর্মসূত্রে রাজধানীর নারিন্দার গেন্ডারিয়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর/জিকেএস