ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আগামী ৩ দিন যেমন থাকবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৮ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৪

আগামী ৩ দিন সারাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৪ ডিসেম্বর) সংস্থাটির নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, এসময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে আগামী সপ্তাহের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। আজ সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এমএইচআর/এএসএম