ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ড. খলিলুর রহমান

জাতীয় ওষুধনীতিতে অবশ্যই জনস্বার্থ রক্ষায় আওয়াজ তুলতে হবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১১ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৪

জাতীয় ওষুধনীতিতে অবশ্যই জনস্বার্থ রক্ষা করতে সবাইকে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক উচ্চপ্রতিনিধি ড. খলিলুর রহমান।

তিনি বলেন, আমাদের জাতীয় ওষুধনীতিতে যেন জনস্বার্থ রক্ষা হয়, সে বিষয়ে সবাইকে জোরালো আওয়াজ তুলতে হবে। একই সঙ্গে দেশে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ফার্মাসিস্টদের জোরদার ভূমিকা রাখা উচিত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর আফতানবগরে অবস্থিত বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ফার্মা কার্নিভ্যাল’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফার্মাসিউটিক্যাল খাতের পেশাজীবী, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ এ অনুষ্ঠানে নতুন প্রযুক্তির উদ্ভাবন, জ্ঞানের বিতরণ এবং কমিউনিটির মিলনমেলা হিসেবে এ কার্নিভালের আয়োজন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। অন্যদের বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক এবং ফার্মেসি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. আমিরুল ইসলাম।

বাংলাদেশ, ওষুধ, রাজধানীড. খলিলুর রহমান, জাতীয় ওষুধনীতিতে অবশ্যই জনস্বার্থ রক্ষায় আওয়াজ তুলতে হবে

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এতে শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং কসমেটিক কোম্পানিসহ মোট ৩৭টি প্রতিষ্ঠান বিভিন্ন স্টলের মাধ্যমে পণ্য ও প্রযুক্তির প্রদর্শন করছে।

কার্নিভালে সেমিনার, দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং ১১ জন প্রখ্যাত ফার্মাসিস্টের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা রয়েছে। এসব আলোচনায় ফার্মাসি শিল্পের চ্যালেঞ্জ এবং এর সমাধান নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া ফার্মা কার্নিভালে শিক্ষার্থীরা পোস্টার প্রদর্শনী, ফার্মা অলিম্পিয়াড, তিন মিনিটের থিসিস প্রতিযোগিতা এবং তাৎক্ষণিক বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

এএএইচ/এমআরএম/জেআইএম