ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, বিক্ষোভের ডাক হাসনাতের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪

ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২ ডিসেম্বর) রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ হবে। সন্ধ্যা ৬টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। রাত ৯টায় রাজু ভাস্কর্য।’

আরও পড়ুন

গণমাধ্যমের বরাতে জানা যায়, ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়েছে। এসময় বাংলাদেশের পতাকা হেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়।

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, বিক্ষোভের ডাক হাসনাতের

ইসকনের সাবেক সদস্য চিন্ময় দাস প্রভুকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে- এমন অভিযোগ তুলে ভারতের উগ্রপন্থি বিশ্ব হিন্দু পরিষদসহ বিভিন্ন ডানপন্থি সংগঠনের কয়েকশ সদস্য এ হামলা চালায়। দেশটির আঞ্চলিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য তুলে ধরা হয়।

এএএইচ/বিএ/এমএস