ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চসিকের ১৪ ওয়ার্ড সচিবকে বদলি

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৪ ওয়ার্ড সচিবকে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে তিনজনকে সংস্থাটির সচিবালয়ে সংযুক্ত করা হয়েছে এবং একজনকে রাজস্ব শাখার যানবাহন পরিদর্শক করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) ওয়ার্ড সচিবদের বদলির আদেশ জারি করেন চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। মেয়রের নির্দেশে বদলির আদেশ জারি করা হয়েছে বলে জানান তিনি।

একই আদেশে তিন কর্মচারীকেও ওয়ার্ড সচিব পদে বদলি করা হয়। ৩ ডিসেম্বরের মধ্যে সবাইকে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয় আদেশে।

এ বিষয়ে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, যাদের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ আছে তাদের বদলি করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এদিকে রোববার সকালে বাগমনিরাম ওয়ার্ডে চসিকের পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে মেয়র ওয়ার্ড সচিবদের তাদের বিরুদ্ধে আসা অভিযোগের বিষয়ে সতর্ক করেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বর্তমানে কাউন্সিলর না থাকার কারণে জন্মনিবন্ধন ও ওয়ারিশ সনদের ব্যাপারে সচিবদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। জনসাধারণ যেন কোনোভাবেই নাগরিক সেবা নিতে এসে হয়রানির শিকার না হয়।

মেয়র বলেন, কিছু ওয়ার্ড সচিবের উদাসীনতা লক্ষ্য করেছি। আমি অবিলম্বে তাদের সঙ্গে একটা মিটিং করবো। যেসব ওয়ার্ড সচিবের বিরুদ্ধে অভিযোগ আসছে, প্রমাণ পাওয়া গেলে তাদের বদলিসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কাজেই আপনারা সাবধান থাকুন। কেউ যেন আপনাদের ব্যাপারে কোনো অভিযোগ করতে না পারে। মেয়রের এ বক্তব্যের কয়েক ঘণ্টা পর বিকেলে ওয়ার্ড সচিবদের বদলি করা হয়।

বদলি আদেশে পূর্ব ষোলশহর ওয়ার্ড সচিব মো. শাহ আলম, রামপুর ওয়ার্ড সচিব অঞ্জন চক্রবর্তী ও দক্ষিণ হালিশহর ওয়ার্ড সচিব মনসুর আলী খানকে চসিক সচিবালয় বিভাগে সংযুক্ত করা হয়। পূর্ব বাকলিয়ার মোয়াজ্জেম হোসেন চৌধুরীকে রাজস্ব শাখার যানবাহন পরিদর্শক করা হয়। ব্যক্তিগত সহকারী আবু রাজিন চৌধুরীকে বাগমনিরাম, অফিস সহকারী জালাল আহমদকে জামালখান ওয়ার্ড এবং অফিস সহকারী হাবিবুর রহমানকে উত্তর আগ্রাবাদ ওয়ার্ড সচিব হিসেবে বদলি করা হয়।

এছাড়া চান্দগাঁও ওয়ার্ডের বাবলা চৌধুরীকে পশ্চিম মাদারবাড়ী, সচিবালয় বিভাগে সংযুক্ত ওয়ার্ড সচিব দানেশ চৌধুরীকে চান্দগাঁও, সচিবালয় বিভাগে সংযুক্ত ওয়ার্ড সচিব শওকত হোসেনকে পূর্ব ষোলশহর, পশ্চিম বাকলিয়ার শেখ মাহাতাব টিপুকে আলকরণ, দক্ষিণ বাকলিয়ার এম এ করিমকে আন্দরকিল্লা, জামালখানের পারভেজ কবিরকে রামপুর, উত্তর আগ্রাবাদের খায়রুল বশর তছলিমকে দক্ষিণ হালিশহর, পশ্চিম মাদারবাড়ীর এনামুল হককে পূর্ব বাকলিয়া, আলকরণের রেজাউল করিমকে পশ্চিম বাকলিয়া এবং আন্দরকিল্লা ওয়ার্ড সচিব নজরুল ইসলাম চৌধুরীকে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে বদলি করা হয়েছে।

এমডিআইএইচ/ইএ/জিকেএস