তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
রাজধানী তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা গেছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমরা খবর পেয়ে বিকেলে তেজগাঁও রেলক্রসিং এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত ব্যক্তি এ এলাকায় ভবঘুরে প্রকৃত ছিলেন। আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে, সিআইডি ক্রাইমসিমকে খবর দিয়েছি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
- ২ শাহজালালে বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা নিয়ে অংশীজনদের ক্ষোভ
- ৩ আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, বিক্ষোভের ডাক হাসনাতের
- ৪ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক পার্বত্য চুক্তির ধারা সংশোধনের দাবি
- ৫ স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে নির্বাচন কমিশন: জাতিসংঘ