ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফ্লাইওভারের পিলারের ওপর থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:০৮ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে পিলারের ওপর একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি উঠে আটকে পড়েন। পথচারীরা খবর দিলে ফায়ার সার্ভিস গিয়ে তাকে উদ্ধার করেছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে সায়েদাবাদ রেলগেটের পশ্চিম পাশে স্বামীবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এখান দিয়ে যাওয়ার সময় তারা ফ্লাইওভারের পিলার ও স্প্যানের মধ্যের ফাঁকা জায়গায় পাগলটিকে বসে থাকতে দেখেন। সে নামার জন্য কান্নাকাটি করছিল। এ অবস্থা থেকে তারা ৯৯৯-এ ফোন দেন। পরে সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করেন।

সূত্রাপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হাসান আলী জাগো নিউজকে বলেন, আমরা ম্যাসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে এসেছি। লোকটি অস্বাভাবিক। আমরা গাড়ি নিয়ে এসে মই দিয়ে তাকে ওপর থেকে নামিয়েছি। তিনি ঠিক আছেন।

পথচারী রাজিব বলেন, আমি সকালে এখান দিয়ে যাচ্ছিলাম। দেখলাম একজন লোক পিলারের ওপর আটকে আছে। পরে ৯৯৯-এ ফোন দিলাম।

সিটি কর্পোরেশনের স্বামীবাগ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) বা ময়লা রাখার ঘরের কর্মী মো. সুমন বলেন, পাগল লোকটি ওপরে বসে চিৎকার ও কান্নাকাটি করছিল নামার জন্য। ৯৯৯-এ ফোন দিয়ে আমি ঠিকানা জানানোর পর উনারা (ফায়ার সার্ভিস) এসে উদ্ধার করেছেন।

আরএমএম/এমএইচআর/জিকেএস