ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কাপড় শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫১ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪

রাজধানীর সিপাহীবাগে সাততলা ভবনের ছাদ থেকে পড়ে মোছা. নাইমুন নাহার মিতু (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সিপাহীবাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের শ্বশুর আব্দুল জলিল জানান, দুপুরের দিকে তার স্ত্রী মিতুকে ভাত খেতে বলেন। মিতু তাকে জানান কিছু কাপড় ধুয়ে ও গোসল সেরে তিনি ছাদে শুকাতে দেবেন, এরপর ভাত খাবেন। ছাদে কাপড় নিয়ে যাওয়ার পর অসাবধানতাবশত মিতু নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুল জলিল জানান, ওই বাসার ছাদে রেলিং নেই, সে কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, তার ছেলে সাজেদুল ইসলাম একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। মিতু কুমিল্লার নাঙ্গলকোট থানার নিশ্চিন্তপুর গ্রামের মো. এবাদুর ইসলাম খোকনের মেয়ে। খিলগাঁওয়ের সিপাহীবাগ বাজার এলাকার ২৯৪/৪ নাম্বার বাসায় তারা ভাড়া থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/ইএ/জিকেএস