প্রেমিকা প্রত্যাখ্যান করায় গলায় ফাঁস প্রেমিকের
রাজধানীর ওয়ারী থানাধীন লালমোহন সাহা স্ট্রিটের একটি বাসায় ওয়াহিদুর রহমান (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের দাবি, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে মানসিক অবসাদ থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
শনিবার (৩০ নভেম্বর) দিনগত রাতে ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ওই বাসার দোতালার ডাইনিং রুমের মেঝে থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, ওই যুবক একটি মেয়েকে ভালোবাসতো। প্রেমে ব্যর্থ ও হতাশাগ্রস্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের ভাই তৌহিদুর রহমান জানান, তার ভাইয়ের সঙ্গে একটি মেয়ের দীর্ঘ আড়াই বছরের প্রেম ছিল। কিন্তু এক পর্যায়ে প্রেম প্রত্যাখ্যাত হয়ে তার ভাই মানসিকভাবে ভেঙে পড়ে। পরে ফুফুর বাসার ডাইনিং রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন মেজো।
কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস