ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ছয়দিন পর নামলো সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৭ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ফিনজাল ভারতের তামিলনাড়ু উপকূল অতিক্রম করেছে। এজন্য ছয়দিন পর দেশের সব সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামানো হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

গত ২৫ নভেম্বর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দেশের সব সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অফিস।

আরএএস/এসআইটি/এএসএম