পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩
হিমালয়কন্যা পঞ্চগড়ে কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। কদিন ধরে রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা পড়ছে। কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা অনুভূত হয়।
শুক্রবার সকাল ৯টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি।
তবে সকালে সূর্য ওঠার পর কেটে যায় শীতের আমেজ। শীতের তীব্রতাও কিছুটা কমে। কদিন ধরে দিনের তাপমাত্রা (সর্বোচ্চ) ২৮ থেকে ৩০ এর মধ্যে ওঠানামা করছে।
বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে কড়া রোদের কারণে বেশ গরম অনুভূত হয়। দিনে গরম আর রাতে ঠান্ডা আবহাওয়ায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে বয়স্ক আর শিশুরা সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়ে। ভোরের দিকে ঘন কুয়াশা থাকে। উত্তরের বাতাস না থাকায় শীতের তীব্রতা তেমন নেই। বৃহস্পতিবার রাতের গড় তাপমাত্রা শুক্রবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়। ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। বাড়তে পারে শীতের তীব্রতা।।
সফিকুল আলম /এসআইটি/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে হবে: বদিউল আলম
- ২ নভেম্বরে ১৬৬ মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা সাড়ে ১৯ লাখ
- ৩ ‘স্বপ্ন’তে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে প্রতারণা, গ্রেফতার ৩
- ৪ বিল্লাল গাজী হত্যায় কবজি কাটা গ্রুপের ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেফতার
- ৫ পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩