ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পুলিশের ডাম্পিংয়ে থাকা ২০ মোটরসাইকেল কেটে বিক্রি

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৫:১০ এএম, ২৭ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে ডাম্পিং মাঠে থাকা ২০ মোটরসাইকেল লুটের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নগরীর সদরঘাট থানাধীন বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার তারা ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেফতাররা হলেন মো. জাহিদ হোসেন (২৬) ও মো. সোহেল (৩৮)।

সদরঘাট থানার ওসি রমিজ আহমদ বলেন, সিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগ বিভিন্ন মামলায় মোটরসাইকেল জব্দ করে সদরঘাট থানা সংলগ্ন ট্রাফিক বিভাগের ডাম্পিং মাঠে রাখে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সুযোগে দুর্বৃত্তরা ডাম্পিং মাঠে থাকা ২০টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। পরে তারা এসব নিজেদের গ্যারেজে রেখে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে স্ক্র্যাপ করে বিভিন্ন জায়গায় বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এমডিআইএইচ/জেডএইচ/