ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিডিয়ার চোখে র‍‍্যাব-জনগণের প্রত্যাশা বিষয়ে সেমিনার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১১ পিএম, ২৬ নভেম্বর ২০২৪

র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍‍্যাব) মানবাধিকারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) র‍্যাব সদরদপ্তরের এলিট হলে এ সেমিনারের আয়োজন করা হয়। আলোচনায় বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয় এবং মিডিয়ার চোখে র‍‍্যাব ও জনগণের প্রত্যাশা বিষয়ে আলোচনা করা হয়।

সেমিনারে র‍‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং র‍‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক মো. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া র‍‍্যাব সদরদপ্তরের সব পরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকার ব্যাটালিয়নের অধিনায়ক এবং কর্মকর্তাসহ ৬০ জনের অধিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট ড. শাহদীন মালিক আলোচক হিসেবে বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি মানবাধিকার বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন, যা র‍‍্যাবের দৈনন্দিন কার্যাবলির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।

আলোচনার দ্বিতীয় অংশে মিডিয়ার চোখে র‍‍্যাব ও জনগণের প্রত্যাশা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম আলোচক হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি মিডিয়া ব্যবস্থাপনা এবং জনগণের প্রত্যাশার চ্যালেঞ্জকে কীভাবে মোকাবিলা করা যেতে পারে এ ব্যাপারে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

র‍‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍‍্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, ডাকাতি, ছিনতাইকারী ও অপহরণসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

র‍্যাব জানায়, র‍‍্যাবের সদস্যরা দায়িত্ব পালনকালীন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় র‍‍্যাব সদস্যদের ক্যাপাসিটি বিল্ডিং/সক্ষমতা বৃদ্ধি, কৌশলগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম নেওয়া হয়েছে। এছাড়া র‍‍্যাব ফোর্সেস সব পর্যায়ের সদস্যদের জন্য আধুনিক ও যুগপোযুগী প্রশিক্ষণ পদ্ধতিও প্রণয়ন করছে। পাশাপাশি র‍‍্যাবের সদস্যদের মানবাধিকার বিষয়ে সংবেদনশীল হয়ে কার্যক্রম পরিচালনা করতে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয়ে করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য সংস্থার মাধ্যমে তাদের মানবাধিকার বিষয়ে আধুনিক প্রশিক্ষণের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হয়েছে।

টিটি/এমএএইচ/এএসএম