তারুণ্যের দায়িত্ব হলো দুর্নীতিকে চ্যালেঞ্জ করা: দুদক সচিব
দুর্নীতিকে চ্যালেঞ্জ করা তারুণ্যের দায়িত্ব বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীন। তিনি বলেন, তারুণ্যের উদ্দীপনাকে প্রজ্বলিত করতে পারলেই কেবল দুর্নীতি দমন সহজ হবে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংস্থাটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুদক সচিব বলেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত বা সহনীয় পর্যায়ে আনা সম্ভব নয়। দুর্নীতি দমনের পাশাপাশি জনসচেতনতা তৈরির মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষকে দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করা গেলে দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, ‘তারুণ্যের একতায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুদকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সভায় দুদকের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও সব বিভাগীয় কার্যালয়, সমন্বিত জেলা কার্যালয় ও জেলা কার্যালয় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়।
এসএম/ইএ/এমএস