ছাত্র আন্দোলনে আহতদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান: সারজিস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান এবং পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
তিনি বলেন, আহতদের মধ্যে যারা চোখে গুলিবিদ্ধ হয়ে অন্ধত্ব বরণ করেছেন বা আংশিক দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের নিজস্ব পছন্দ, আগ্রহ, সামর্থ্য ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বিএসএল ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সারজিস আলম বলেন, আহতদের মধ্যে যারা পঙ্গুত্ব বা অন্ধত্বের কারণে একেবারে কোনোভাবেই কোনো কাজ করতে পারবেন না, তাদের আজীবন ভাতার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে তাদের পরিবারের একজন কর্মক্ষম সদস্যকে পুনর্বাসনের উদ্দেশ্যে আহত যোদ্ধাকে সহায়তার শর্তে বিভিন্ন ধরনের অর্থনৈতিক বা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান গঠন করার লক্ষ্যে কার্যক্রম শুরু করা হবে।
- আরও পড়ুন
৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পাবেন ২৮ হাজার ৮০০ জন
অভ্যুত্থানে আহত-শহীদদের তালিকা প্রকাশ ৩১ ডিসেম্বরের মধ্যে
তিনি বলেন, আহতদের সরকারি সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে। এমনকি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সঙ্গেও সরকারের সমঝোতা চুক্তির মাধ্যমে তাদের বিনামূল্যে শিক্ষালাভের ব্যবস্থা করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এ সমন্বয়ক বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, পুনর্বাসনের লক্ষ্যে শহীদ যোদ্ধার পরিবারের নিকটতম কোনো সদস্যকে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের অর্থনৈতিক বা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেওয়া হবে। শহীদ যোদ্ধার পরিবারের নিকটতম কোনো সদস্যকে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
আরএএস/কেএসআর/জেআইএম