১০ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানো হবে: আইন উপদেষ্টা
আগামী ১০ ডিসেম্বর থেকে প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট পৌঁছানো শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, পাসপোর্ট ছাপানোর জন্য ফয়েল পেপার আনা হচ্ছে। আশা করছি ডিসেম্বরের ১০ তারিখ থেকে পাসপোর্ট পৌঁছানো শুরু হবে।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।
আরও পড়ুন
পাসপোর্ট নিয়ে প্রবাসীদের ঝামেলা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, শুধু মালয়েশিয়া নয়, মধ্যপ্রাচ্যের অনেক দেশে পাসপোর্টের জন্য ঝামেলা হচ্ছে। অনেকে আমাকে অনেক মেসেজ লিখেছেন, উনারা ভাবেন আমি হয়তো পড়ি না আমি কিন্তু সবই পড়ি।
তিনি বলেন, এখন দুই ধরনের পাসপোর্ট আছে- একটা ই-পাসপোর্ট অন্যটা এমআরপি। ই-পাসপোর্ট দেওয়ার ব্যাপারে কোনো সংকট নেই। তবে আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা ই-পাসপোর্ট করতে চান না। তারা এমআরপি চান। এমআরপি কিন্তু ব্যাক ডেটেড। জাতীয় পর্যায়ে আমাদের একটা লক্ষ্য হচ্ছে এমআরপি থেকে ই-পাসপোর্টে চলে যাওয়া। প্রবাসী ভাইদের চাহিদা হচ্ছে এমআরপি। আমি এ বিষয়ে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি।
এমওএস/বিএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ জামুকা-মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন
- ২ শাহজালালে লাউঞ্জ চালু করায় প্রশংসা করলেন বিমান উপদেষ্টা
- ৩ সংবিধান সংশোধনের একমাত্র অধিকার পার্লামেন্টের: হাসান আরিফ
- ৪ পর্যাপ্ত ও মানসম্পন্ন জলবায়ু অর্থায়নের আহ্বান জানালো বাংলাদেশ
- ৫ ১০ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানো হবে: আইন উপদেষ্টা