প্রধান উপদেষ্টা
আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ
নতুন উদ্যোক্তা প্রজন্ম তৈরি করতে দেশের শিক্ষাব্যবস্থাকে সৃজনশীলতা বাড়ানোর উপযোগী করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘মানুষ জন্মগতভাবেই উদ্যোক্তা। কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থা কর্মসংস্থান খোঁজার জন্য মানুষ তৈরি করছে। এটি একটি ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা।’
বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এর আগে প্রধান উপদেষ্টা সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সংস্কার করতে হবে, যা উদ্যোক্তা তৈরি করবে। আমাদের এমন শিক্ষা দরকার, যা শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করবে। আমাদের যুবকদের সৃজনশীল সম্ভাবনা পূরণ করতে হবে।’
- আরও পড়ুন
- রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল
- ‘আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি’
তিনি বলেন, ‘বাংলাদেশকে এমন একটি শিক্ষাব্যবস্থা তৈরি করা উচিত নয়, যা শুধুমাত্র পরীক্ষার ফলাফলের ওপর জোর দেয়। পরীক্ষার ফলাফলই সবকিছু- এই ধারণা বদলাতে হবে।’
ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশের সমাজে প্রজন্মের মধ্যে ফারাক কমানো জরুরি। দেশকে তরুণ প্রজন্মের ভাষা, তাদের আকাঙ্ক্ষা এবং চিন্তা প্রক্রিয়া বুঝতে হবে। আমাদের যুব সমাজের ভাষা এবং চিন্তার প্রক্রিয়া বুঝতে হবে। আমাদের জানতে হবে কীভাবে বয়োজ্যেষ্ঠ প্রজন্ম তাদের অভিজ্ঞতা তরুণ প্রজন্মের সঙ্গে ভাগাভাগি করতে পারে।’
তিনি বলেন, ‘যুব এবং বয়োজ্যেষ্ঠ প্রজন্মের মধ্যে দূরত্ব যত বাড়বে, তত সমস্যা তৈরি হবে। আমাদের সরকারের ধারণাগত ব্যবধান কমাতে হবে। জাতীয় পাঠ্যক্রমে পারিবারিক মূল্যবোধ অন্তর্ভুক্ত করার গুরুত্ব রয়েছে।’
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের উপস্থিত ছিলেন।
এমইউ/কেএসআর/জিকেএস