ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ছাত্র-আন্দোলনে গুলিবিদ্ধ মুরাদকে নেওয়া হলো থাইল্যান্ডে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০২ পিএম, ২০ নভেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ গুরুতর আহত মোহাম্মদ মুরাদ ইসলামকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চিকিৎসার উদ্দেশ্যে বিমান বাংলাদেশের ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মুরাদ ইসলাম।

বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর তাকে বিদায় জানান। অধ্যাপক ডা. ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম জানান, রোবোটিক ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশনের জন্য মুরাদকে থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে।

এএএম/এমএএইচ/এমএস