ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘গুলশান চায় কী, তিতুমীর ভার্সিটি, বনানী চায় কী, তিতুমীর ভার্সিটি’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৯ নভেম্বর ২০২৪

রাজধানীর অভিজাত এলাকা বলে পরিচিত গুলশান, বনানীর বাসিন্দারা সরকারি তিতুমীর কলেজকে 'পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়' দেখতে চান দাবি করে স্লোগানে স্লোগানে আন্দোলন করছেন কলেজটির শিক্ষার্থীরা।

চলমান আন্দোলনে শিক্ষার্থীরা যেসব স্লোগান দিচ্ছেন, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ‘গুলশান চায় কী, তিতুমীর ভার্সিটি, বনানী চায় কী, তিতুমীর ভার্সিটি’' স্লোগান। একই স্লোগান তারা ইংরেজিতে 'ডিমান্ড টু গুলশান, তিতুমীর ভার্সিটি', 'ডিমান্ড টু বনানী, তিতুমীর ভার্সিটি'।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। থেমে থেমে দেওয়া নানা স্লোগানে উত্তাল কলেজ ক্যাম্পাস।

শিক্ষার্থীরা আরও স্লোগান দিচ্ছেন 'তিতুমীরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই', 'টিসি না টিইউ, টিইউ টিইউ', 'অধ্যক্ষ না ভিসি, ভিসি ভিসি', 'আমাদের ক্যাম্পাসে, আমরাই থাকবো', 'ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই' ইত্যাদি।

আরও পড়ুন>>>

এদিকে, বেলা পৌনে ১২টার দিকে দিকে কলেজের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি থেকে ব্রিফিং করেন শিক্ষার্থীরা।

ব্রিফিংয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক মতিউর রহমান জয়। তিনি বলেন, আজকে আমাদের দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টাসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা বসবেন বলে জেনেছি। সেখানে আমাদের প্রতিনিধিদলও থাকবে। এ বৈঠক থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট আশ্বাস না পেলে বুধবার বেলা ১১টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।

এএএইচ/এসআইটি/জেআইএম