ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তিতুমীর কলেজ

আজ দাবি না মানলে কাল মহাখালীতে ‘বারাসাত ব্যারিকেড’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৯ নভেম্বর ২০২৪

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরে কমিশন গঠনের দাবি আজকের মধ্যে মেনে না নিলে আগামীকাল বুধবার রাজধানীর মহাখালীতে ফের সড়ক ও রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এটিকে তারা ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে কলেজের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি থেকে ব্রিফিং করে এ ঘোষণা দেন তারা।

আরও পড়ুন:

ব্রিফিংয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মতিউর রহমান জয় বলেন, আজ আমাদের দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টাসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা বসবেন বলে জেনেছি। সেখানে আমাদের প্রতিনিধি দলও থাকবে। এ বৈঠক থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট আশ্বাস না পেলে বুধবার বেলা ১১টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।

আজ দাবি না মানলে কাল মহাখালীতে ‘বারাসাত ব্যারিকেড’

ব্রিফিং শেষে শিক্ষার্থীরা ফের অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ‘তিতুমীরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘টিসি না টিইউ’, টিইউ টিইউ’, ‘ডিমান্ড টু গুলশান’, ‘তিতুমীর ভার্সিটি’, ‘ডিমান্ড টু বনানী, তিতুমীর ভার্সিটি, ‘অধ্যক্ষ না ভিসি, ভিসি ভিসি'’, ‘আমাদের ক্যাম্পাসে, আমরাই থাকবো’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগান দিচ্ছেন তারা।

আজ দাবি না মানলে কাল মহাখালীতে ‘বারাসাত ব্যারিকেড’

এর আগে সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে থেকে ৪টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এরপর বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীদের প্রতিনিধিদল। তবে বিষয়টি সুরাহা না হওয়ায় সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে রাতে নতুন কর্মসূচি দিয়ে ফিরে যান শিক্ষার্থীরা।

এএএইচ/এসএনআর/জেআইএম