ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কেরানীগঞ্জে বহুতল ভবন থেকে পড়ে গ্রিল মিস্ত্রির মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৬ পিএম, ১৮ নভেম্বর ২০২৪

ঢাকার কেরানীগঞ্জে বহুতল ভবনের সাত তলা থেকে পড়ে মো. ওসমান (৩২) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি পেশায় গ্রিল মিস্ত্রি।

সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জের একুরিয়ার বসুন্ধরা ভিউ এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির মামা পিয়াস জানান, সকালে ১০ তলা একটি ভবনের সাত তলায় গ্রিল লাগানোর কাজ করছিলেন ওসমান। হঠাৎ উপর থেকে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসমান দক্ষিণ কেরানীগঞ্জের পশ্চিম পাড়া এলাকার ফয়জালের সন্তান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস