নানা প্রতিকূলতা সত্ত্বেও অক্টোবরে রপ্তানিতে প্রবৃদ্ধি ২১ শতাংশ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও অক্টোবর মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২১ শতাংশ। তিনি বলেন, বৃহৎ রপ্তানি পণ্য গার্মেন্টস শিল্পে গত কিছু দিন ব্যাপক অস্থিরতা বিরাজ করেছে। ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী বেশ কিছু গার্মেন্টস মালিক পালিয়ে যাওয়ায় শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
রোববার (১৭ নভেম্বর) তার সরকারের প্রথম ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণকালে তিনি এ সব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, অনেক কারখানায়ও শ্রমিকরা ন্যায্য বেতনসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত ছিল। শ্রমিকরা তাদের দীর্ঘ দিনের বঞ্চনার প্রতিবাদ জানাতে এবং অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে রাস্তায় নেমে আসে। আমরা তাদের কথা শুনেছি, তাদের আলোচনার টেবিলে নিয়ে আসতে পেরেছি।
আরও পড়ুন
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে মালিক-শ্রমিকের মধ্যে ১৮ দফার একটি ব্যাপকভিত্তিক চুক্তি সই হয়েছে। বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই আমরা শ্রমিক অসন্তোষ নিরসন করতে পেরেছি। তারা আবার উৎপাদনে ফিরেছে।
বাংলাদেশের রপ্তানিমুখী এই শিল্পও এতে প্রাণ ফিরে পেয়েছে বলে তিনি জানান।
এমইউ/এমআইএইচএস/এমএস