বন্দরের আয়ের ১ শতাংশ ‘মাশুল’ হিসেবে দাবি চট্টগ্রাম সিটি মেয়রের
নগরীর উন্নয়নে চট্টগ্রাম বন্দরে আয়ের ১ শতাংশ ‘নগর উন্নয়ন মাশুল’ হিসেবে দাবি করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে মতবিনিময়কালে নগরীর স্বার্থে এ মাশুল নির্ধারণ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
মেয়র বলেন, নগরীতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) যেসব রাস্তা বানায় তা বন্দরের পণ্য পরিবহনে ব্যাপক ভূমিকা রাখে৷ বন্দরের ভারী গাড়িতে এ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়, যা মেরামত করতে চসিকের রাজস্ব আয়ের বড় অংশ চলে যায়। বন্দরকে সচল রাখতে ভালো সড়ক নির্মাণে চসিকের অনেক অর্থের প্রয়োজন। বন্দর যদি আয়ের ১ শতাংশ চসিককে দেয় তাহলে অবকাঠামো খাতে আরো ভূমিকা রাখতে পারবে যা বন্দরের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে দেশের রাজস্ব আয়ে ভূমিকা রাখবে। শিক্ষা-স্বাস্থ্যসহ চসিকের যে ব্যাপক কার্যক্রম তা কেবল হোল্ডিং ট্যাক্সসহ অল্প কিছু খাতের আয় দিয়ে করা সম্ভব নয়। এ জন্য বন্দরসহ বিভিন্ন খাত থেকে আয়ের ব্যবস্থা করতে হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান বলেন, পলিথিন কর্ণফুলী নদীর নাব্যতার জন্য বড় হুমকি। কর্ণফুলীকে বাঁচাতে চসিককে বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় একটি সামগ্রিক কর্মপরিকল্পনা প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, বন্দরের সচিব মো. ওমর ফারুক।
এমডিআইএইচ/এসএনআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের কুশল বিনিময়
- ২ বিতর্কিত ভোট কেন, সাবেক তিন সিইসির কাছে জানতে চাইতে পারে কমিশন
- ৩ যথাযোগ্য মর্যাদায় নৌঅঞ্চলে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
- ৪ ছাত্র আন্দোলনে আহতদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান: সারজিস আলম
- ৫ ভোটাধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হলে তরুণদের রক্তের সঙ্গে বেইমানি হবে