ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এক সপ্তাহে ১২৬৯৬ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৬ লাখ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৩ এএম, ১০ নভেম্বর ২০২৪

নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং কমিটি নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছে। গত এক সপ্তাহে ৬৭টি অভিযান পরিচালনা করে ১৪২ দোকান ও প্রতিষ্ঠানকে ৬ লাখ ১৩ হাজার ৭০০ টাকা জরিমানা ও আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময়ে জব্দ করা হয়েছে ১২ হাজার ৬৯৬ কেজি পলিথিন।

শনিবার (৯ নভেম্বর) পরিবেশ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এ তথ্য জানিয়েছেন।

পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং টিমের আহ্বায়ক তপন কুমার বিশ্বাস জানান, গত ৩ নভেম্বর থেকে পলিথিন উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। অভিযানে একটি অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানা সিলগালা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

তিনি বলেন, বিভিন্ন কাঁচাবাজার ও সুপারশপে সচেতনতার ফলে পলিথিন ব্যবহারের পরিমাণ ক্রমশ কমছে।

পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং টিমের আহ্বায়ক ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রেজাউল করিম এবং উপসচিব রুবিনা ফেরদৌসীসহ কমিটির অন্য সদস্যরা বাজার মনিটরিং কার্যক্রমে অংশ নেন। তারা জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং পলিথিন ব্যাগের পরিবর্তে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের অনুরোধ জানান।

আরএএস/এমকেআর