ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হামলার তিন মাস পর মারা গেলো কিশোর রাকীন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৩০ পিএম, ০৮ নভেম্বর ২০২৪

দীর্ঘ তিনমাস তিনদিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা গেলো শাহরিয়ার রাকীন (১৬) নামে এক কিশোর। শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরপরই হামলার শিকার হয় রাকীন।

তবে ওই হামলার ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না। বরং দেশে আইন-প্রশাসন বা সরকারের অনুপস্থিতির সুযোগে ‘ধর্মীয় উগ্রবাদীরা’ ওই হামলা চালায়।

পঞ্চগড়ের হামলায় আহতদের মধ্যে ১৬ বছরের কিশোর শাহরিয়ার রাকীন মাথায় গুরুতর আঘাত পায়। প্রথমে তাকে পঞ্চগড় সরকারি হাসপাতালে নেওয়া হয় ও পরে স্থানান্তর করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

গত ৭ আগস্ট থেকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, ল্যাবএইড হাসপাতাল ও পরে আবারও ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সর্বশেষ নিউরো সায়েন্স হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। রাকীনের মৃত্যুতে গভীর শোক জানানোর পাশাপাশি হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করছে আহমদীয়া মুসলিম জামা’ত।

এএসআর/এসএএইচ