ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকার চারপাশে চক্রাকার নৌপথ চালুসহ ৭ দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০৮ নভেম্বর ২০২৪

রাজধানী ঢাকার চারপাশে চক্রাকার নৌপথ চালুসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন।

শুক্রবার (৮ নভেম্বর) বুড়িগঙ্গা নদীর পাড়ে সোয়ারীঘাটে এ মানববন্ধন করেন সংগঠন দুটির সদস্যরা।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে মিহির বিশ্বাস বলেন, সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি ও পরিকল্পনা পত্রিকায় প্রকাশিত হলেও বাস্তবে তার বাস্তবায়ন চোখে পড়ে না। নদীর প্রকৃত সংজ্ঞা নির্ধারণ করে দেশের দখল হওয়া নদীগুলো উদ্ধারে সরকারকে বেশি গুরুত্ব দিতে হবে। জাতীয় নদী রক্ষা কমিশনকে পুনর্গঠন করে হাইকোর্টের নির্দেশের আলোকে দেশের অভ্যন্তরে সব নদী-বিল-হাওর এবং জলাশয়ের অভিভাবক হিসেবে দায়িত্ব দিয়ে নদীগুলোর দখলদারদের তালিকা পূর্ণাঙ্গ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এসময় তিনি রাজধানী ঢাকার চারপাশে চক্রাকার নৌপথ চালু করতে অবিলম্বে সব প্রতিবন্ধকতা দূর করে চক্রাকার নৌপথ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

আলমগীর কবির বলেন, বুড়িগঙ্গাকে কেন্দ্র করে ঢাকা শহর গড়ে উঠেছে। বুড়িগঙ্গাসহ দেশের সব নদী দখল ও দূষণমুক্ত করে নদীর পানি প্রবাহ স্বাভাবিক করতে হবে।

ঢাকার চারপাশে চক্রাকার নৌপথ চালুসহ ৭ দাবি

মানববন্ধন কর্মসূচি থেকে সাত দফা দাবি ও সুপারিশ তুলে ধরা হয়। সেগুলো হলো-

১. সীমানার অভ্যন্তরে তালিকা অনুযায়ী সরকারি স্থাপনা, বেসরকারি প্রকল্প ও শিল্পকারখানা, মাঝারি আবাসনসহ সব ধরনের স্থাপনা উচ্ছেদ অথবা পুনর্বাসন করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে হবে।

২. আদি বুড়িগঙ্গা সম্পূর্ণ দখলমুক্ত ও পুনরায় খনন করে এর নাব্য ফিরিয়ে আনতে হবে।

৩. সব নদীর সঙ্গে সংযুক্ত খাল, প্লাবন অঞ্চল ও কৃষি জমি পুনরুদ্ধার ও সংরক্ষণ করতে হবে।

৪. জাতীয় নদী রক্ষা কমিশনকে পুনর্গঠন করে হাইকোর্টের নির্দেশের আলোকে দেশের অভ্যন্তরে সব নদী-বিল-হাওর এবং জলাশয়ের অভিভাবক হিসেবে দায়িত্ব দিয়ে নদীগুলোর দখলদারদের তালিকা করতে হবে।

৫. রাজধানীর চারপাশে চক্রাকার নৌপথ চালু করতে অবিলম্বে সব প্রতিবন্ধকতা দূর করে চক্রাকার নৌপথ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

৬. নদীর সীমানা নির্ধারণের ভিত্তি হিসেবে মূল ক্যাডাস্ট্রাল সার্ভে (সিএস) এবং ভরা মৌসুমে নদী প্রবাহের ধারা ব্যবহার করতে হবে। এবং

৭. নদী, খাল ও জলাশয় দূষণকারীদের উপযুক্ত জরিমানা আরোপের ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাপার যুগ্ম সম্পাদক ও বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক মিহির বিশ্বাস। যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাপার যুগ্ম সম্পাদক ড. মাহবুব হোসেন, জাতীয় পরিষদ সদস্য আশরাফ আমিরুল্লাহ, সিডিপির কর্মকর্তা অ্যাডওয়ার্ড এ মধু, পরিবেশকর্মী ও বুড়িগঙ্গা পাড়ের স্থানীয় বাসিন্দা ফরিদ উদ্দিন আহমেদ জুয়েল, সমাজকর্মী ও পবা নেতা মো. সেলিম, কেমেলিয়া চৌধুরী, মো. রাসেল প্রমুখ।

আরএএস/কেএসআর/এএসএম