ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কূটনৈতিক পাসপোর্টে ভিসামুক্ত ভ্রমণ

বাংলাদেশ-উজবেকিস্তান চুক্তির খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:১৫ পিএম, ০৭ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ও উজবেকিস্তান সরকারের মধ্যে ‘কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ভ্রমণ’ শীর্ষক চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের ১২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

খসড়া চুক্তিটিতে মোট ৯টি আর্টিকেল রয়েছে। এটি স্বাক্ষরিত হলে উভয় দেশের কূটনৈতিক পাসপোর্টধারী নাগরিকরা একে অন্যের ভূখণ্ডে প্রবেশ, ট্রানজিট, অবস্থান এবং বহির্গমনের ক্ষেত্রে প্রবেশের তারিখ থেকে অনধিক ৯০ (নব্বই) দিনের জন্য ভিসার আবশ্যকতা থেকে অব্যাহতি পাবেন।

চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে। তবে ৯০ (নব্বই) দিনের লিখিত নোটিশ প্রদানের মাধ্যমে যেকোনো পক্ষ চুক্তির অবসান ঘটাতে পারবে। এ চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশ ও উজবেকিস্তান সরকারের মধ্যে কূটনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক অধিক জোরদার এবং ভ্রমণ প্রক্রিয়া সহজতর হবে।

চুক্তির খসড়া উপদেষ্টা পরিষদ বৈঠকে অনুমোদন করা হয়।

এমইউ/এমএইচআর/এএসএম