ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সংখ্যালঘুদের বিষয়ে ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে: প্রেস সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০৬ নভেম্বর ২০২৪

বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।

তিনি বলেন, উনি (ডোনাল্ট ট্রাম্প) যখন টুইট করেছিলেন তখন তিনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট (প্রেসিডেন্ট প্রার্থী) ছিলেন। আমরা মনে করি উনাকে মিস ইনফর্ম (ভুল তথ্য) করা হয়েছে। এখন যেহেতু ইউএসের (মার্কিন যুক্তরাষ্ট্র) প্রেসিডেন্ট হবেন উনি, এখন দেখবেন আসলে ঘটনাটি কী হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

ট্রাম্পের টুইট প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘আপনারা জানেন বাংলাদেশে মার্কিন অ্যাম্বাসি (দূতাবাস) আছে তারা দেখছে এখানে মাইনরিটি (সংখ্যালঘু) নিয়ে আসলে কী ঘটনা হচ্ছে। উনি এখন প্রেসিডেন্ট হিসেবে অ্যাকচুয়াল পিকচারটা (প্রকৃত ঘটনা) জানবেন। বাংলাদেশ সরকার গণতান্ত্রিক ট্রানজেকশনে কাজ করছে। সেহেতু ট্রাম্পও চাইবেন পুরো বিশ্বে ডেমোক্রেসিটা ছড়িয়ে পড়ুক। সেই জন্য আমাদের সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হবে। বাংলাদেশে মাইনরিটি রিগরেশন নিয়ে অসংখ্য রকমের মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন আছে। আপনারা জানেন কয়েকদিন আগে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বলেছে ৯ জন হিন্দু মারা গেছেন ধর্মীয় সহিংসতায়। আপানারা দেখবেন নেত্র নিউজ সিস্টেমেটিক্যালি দেখিয়েছে তারা কীভাবে মারা গেছেন। মৃত্যুর পেছনে ধর্মীয় কারণ ছিল না। তবে রাজনৈতিক ও ব্যক্তিগত কারণ থাকতে পারে।’

তিনি আরও বলেন, আমরা বলবো বাংলাদেশের মাইনরিটি গ্রুপের রিপোর্ট নিয়ে অনেক ধরনের ক্যাম্পেইন হয়। আমরা আশা করবো তারা রেস্পন্সিবল রিপোর্টিং করবেন। যেটা সত্য আমরা চাই সেটাই ফুটে উঠুক। অসত্যকে যেন আমরা ছড়িয়ে না দিই।

শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন হয়েছে জানিয়ে মো. শফিকুল আলম বলেন, দুর্গাপূজার সময় অনেক কথা বলা হয়েছিল। কিন্তু আপনারা দেখেছেন কতটা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজাটা উদযাপন হয়েছে। আমরা প্রথমবারের মতো একটা অ্যাপ তৈরি করেছিলাম প্রত্যেকটা পূজামণ্ডপ মনিটর করতে যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে। আমরা চাই সংখ্যালঘু যারা আছেন তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসবগুলো পালন করেন। আমরা তাদের পাশে দাঁড়াতে চাই এবং দাঁড়াচ্ছি।

বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

গত ৩১ অক্টোবর এক এক্স পোস্টে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ এনে তীব্র নিন্দা জানান ডোনাল্ড ট্রাম্প।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি আমি। সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরি একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’

তবে তার সময়ে এমনটি কখনো ঘটেনি বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ‘কমলা (আরেক প্রেসিডেন্ট প্রার্থী) ও জো (প্রেসিডেন্ট জো বাইডেন) যুক্তরাষ্ট্র ও সারাবিশ্বের হিন্দুদের উপেক্ষা করেছেন। তারা ইসরায়েল থেকে ইউক্রেন এবং আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তের জন্য বিপর্যয় হয়ে এসেছেন। কিন্তু আমরা আবার যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করবো এবং শক্তি দিয়ে পুনরায় শান্তি ফিরিয়ে আনবো!’

ট্রাম্প আরও লিখেছেন, ‘উগ্র বামপন্থিদের হাত থেকে আমরা যুক্তরাষ্ট্রের হিন্দুদের রক্ষা করবো। তাদের স্বাধীনতার জন্য আমরা লড়াই করবো। আমার প্রশাসনের অধীনে আমরা ভারত ও আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারত্ব আরও জোরদার করবো।’

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘উচ্চ কর ও আরও বিধিনিষেধ জারি করে কমলা হ্যারিস আপনাদের ক্ষুদ্র ব্যবসা ধ্বংস করে দেবেন। যেখানে আমি কর কমিয়েছি, বিধিনিষেধ কমিয়েছি, যুক্তরাষ্ট্রের শক্তির বিকাশ ঘটিয়েছি এবং ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি তৈরি করেছি। অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও বৃহৎ এবং উৎকৃষ্টভাবে আমরা সেটা আবার করবো। এবং আমরা আবারও যুক্তরাষ্ট্রকে মহান করে তুলবো।’

পরিশেষে তিনি সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানান এবং বলেন, ‘আশা করি, আলোর এই উৎসব অশুভকে তাড়িয়ে মঙ্গলের বিজয় নিয়ে আসবে।’

এমওএস/বিএ/জিকেএস