ঢাবির রোকেয়া হলের সামনে পড়ে ছিল বৃদ্ধার মরদেহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৬০ বছর বয়সী এ বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
- অক্টোবরে গুমের অভিযোগ নেই, নিখোঁজ ৬ জন: মানবাধিকার কমিশন
- আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, আরও উন্নতি হবে
শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঢাবির রোকেয়া হলের সামনে গিয়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, স্থানীয়দের কাছে জানতে পেরেছি ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন। তিনি ঢাবি ক্যাম্পাস ও আশপাশের এলাকায় থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করছি অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাজী আল-আমিন/কেএসআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ১৮ বছর পর দেশে ফিরলেন রবিউল, বাবাকে ছুঁয়ে দেখলো তিন সন্তান
- ২ গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসা জরুরি
- ৩ সাবেক মুখ্যসচিব তোফাজ্জলের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে
- ৪ পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দিতে চাই
- ৫ সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি