ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গণঅধিকার পরিষদের সমাবেশে হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৬ এএম, ০৬ নভেম্বর ২০২৪

২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনায় দায়ের করা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুজ্জামান সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১ নভেম্বর শান্তিনগরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ। পরবর্তীসময় আদালতে হাজির করল তাকে কারাগারে পাঠানো হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গুম, হত্যা, ব্যাংক লুট, ভোট ডাকাতি, মানবাধিকার লঙ্ঘন, অগণতান্ত্রিক ক্ষমতা চর্চার প্রতিবাদে গণঅধিকার পরিষদ ২০২৩ সালের ২৮ অক্টোবর দুপুরে শান্তিপূর্ণ মহাসমাবেশের আয়োজন করে। মামলার বাদী মঞ্চে বক্তব্য দেওয়ার সময় অজ্ঞাতপরিচয় ৩০০ থেকে ৩৫০ জন ও পুলিশের পোশাক পরিহিত ব্যক্তিরা অতর্কিতভাবে হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণ শুরু করে।

এতে বাদী রুবেল গুলিবিদ্ধ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন এবং তার ডান চোখ গুলিবিদ্ধ হয়। সেদিন মঞ্চে থাকা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানসহ অনেকেই বুকে গুলিবিদ্ধ হন।

সমাবেশে হামলার ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর পল্টন থানায় বাদী হয়ে মামলাটি করেন গণঅধিকার পরিষদের কর্মী ও হামলায় চোখে গুলিবিদ্ধ হওয়া রুবেল।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার শাসনামলের বিভিন্ন মন্ত্রী ও নেতাদের আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাসহ অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, পল্টন এলাকায় ২৮ অক্টোবরের ঘটনায় আন্দোলনকারীদের ওপর নৃশংসভাবে হামলা ও গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলাকারীদের মধ্যে শান্তিনগর এলাকার বাসিন্দা ও ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান সুমন অন্যতম।

বিএ/এমআইএইচএস