চট্টগ্রামে ৪৬ কেজি গাঁজাসহ আটক ১
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৬ কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে র্যাব-৭। সোমবার (৪ নভেম্বর) চান্দগাঁও থানা এলাকার একটি কাঁচাঘরের ভেতর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার হয়।
আটক মাদককারবারির নাম মো. জুয়েল (৩৪)। তিনি নগরের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেনের শহীদ পাড়া এলাকার মো. হানিফের ছেলে।
র্যাব জানিয়েছে, বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অক্সিজেন এলাকার একটি কাঁচাঘরের পাশে মজুদ রাখা আছে। এমন তথ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঝোপের আড়াল থেকে কালো রংয়ের একটি পলিথিনে মোড়ানো ২৩ বান্ডেলে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব-৭।
ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয় মো. জুয়েল। পরে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এএজেড/এমআরএম/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের কুশল বিনিময়
- ২ বিতর্কিত ভোট কেন, সাবেক তিন সিইসির কাছে জানতে চাইতে পারে কমিশন
- ৩ যথাযোগ্য মর্যাদায় নৌঅঞ্চলে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
- ৪ ছাত্র আন্দোলনে আহতদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান: সারজিস আলম
- ৫ ভোটাধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হলে তরুণদের রক্তের সঙ্গে বেইমানি হবে