নতুন স্টিকার লাগিয়ে মেয়াদোত্তীর্ণ দই বিক্রি, জরিমানা ৬০ হাজার
চট্টগ্রাম মহানগরীতে মেয়াদোত্তীর্ণ কেক, দইয়ে পুরাতন স্টিকারের উপরে নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করছে ‘গাউসিয়া সুইটস’ নামের একটি মিষ্টান্ন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান।
রোববার (৪ নভেম্বর) এ অপরাধে প্রতিষ্ঠানটির হালিশহর ফইল্যাতলী বাজার এলাকার শোরুমকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এসময় সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমান অভিযানে অংশ নেন।
অভিযানে গাউসিয়া সুইটস ছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করায় ফারুক পোল্ট্রি এন্ড সেলস সেন্টারকে ৩ হাজার টাকা, আবুল হোসেনের মাংসের দোকানকে ২ হাজার টাকা এবং তাইফা পোল্ট্রি এন্ড সেল সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ওজনের কারচুপির দায়ে আজাদ পোল্ট্রি হাউসকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পণ্যের মোড়ক বিধি লঙ্ঘন করা ও ক্রয় ভাউচার না থাকায় গাউসিয়া প্রিমিয়াম সুইটস এন্ড বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এমডিআইএইচ/এসআইটি/জেআইএম