শ্রমিক ধর্মঘট: চট্টগ্রাম থেকে সারাদেশে সার সরবরাহ বন্ধ
ঠিকাদার শ্রমিক ইউনিয়নের নির্বাচন বানচাল চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারায় তিন কারখানা থেকে সার সরবরাহ বন্ধ রেখেছেন শ্রমিকরা। ফলে শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত ৯টা থেকে সারাদেশে ডিলারদের মাঝে ইউরিয়া ও অ্যামোনিয়া সার সরবরাহ বন্ধ রয়েছে।
এদিকে চট্টগ্রামসহ আশপাশের আট জেলায় সার সরবরাহ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন ডিলাররা। তারা বলছেন, এভাবে সার সরবরাহ বন্ধ থাকলে কৃষিকাজে নেতিবাচক প্রভাব পড়বে।
আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় বিসিআইসির নিয়ন্ত্রণাধীন দুটি ও বহুজাতিক কোম্পানির একটি সার কারখানা রয়েছে। এগুলো হচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল), ডাই অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)।
রাঙ্গাদিয়া-উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের অন্তত ৩২০ জন শ্রমিক এসব কারখানায় সার লোড-আনলোডের কাজ করে থাকেন। শ্রমিকদের ঠিকাদারের মাধ্যমে নিয়োগ দেয় কারখানাগুলো। তাদের মজুরিও ঠিকাদারের মাধ্যমে পরিশোধ করা হয়।
এসব শ্রমিকরা বলছেন, আগামীকাল রোববার নির্ধারিত নির্বাচন না হওয়া পর্যন্ত তারা সার সরবরাহের কাজে যোগ দেবেন না।
রাঙ্গাদিয়া উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, গত ৯ বছরের বেশি সময় ধরে শ্রমিক সংগঠনের এই নির্বাচন বন্ধ ছিল। এ ব্যাপারে সংগঠনের সাধারণ সভায় আগামী রোববার ৩ নভেম্বর নির্বাচনের পূর্ব নির্ধারিত ঘোষণা ছিল। এরই মধ্যে প্রচার–প্রচারণাসহ নির্বাচনের সব প্রস্তুতি শেষ হলেও একটি কুচক্রী মহল সাধারণ শ্রমিকদের নির্বাচন বন্ধের হুমকি-ধমকি দিতে শুরু করে। আমাদের অফিসে হামলা করে ও পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে।
‘এ ঘটনায় প্রশাসনিক সহযোগিতা না পেয়ে সাধারণ শ্রমিকেরা ক্ষিপ্ত। তাছাড়া শ্রম বিভাগও নানা টালবাহানা শুরু করে। এই অবস্থায় নির্বাচনী অনিশ্চয়তা দেখা দিলে সাধারণ শ্রমিকেরা সার সরবরাহ বন্ধ রেখে গত দুই দিন ধরে কর্মবিরতি পালন করে যাচ্ছেন।’
যতদিন নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হয় ততদিন সার সরবরাহ কাজ বন্ধ থাকবে বলে জানান শ্রমিক সংগঠনের এ নেতা।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান বলেন, ‘গত রাত ৯টা থেকে সার সরবরাহ বন্ধ রয়েছে। সামনে কৃষি মৌসুম। এভাবে সার সরবরাহ বন্ধ থাকলে দেশে সার সংকট ও কৃষিকাজে বিরূপ প্রভাব পড়বে।’
এএজেড/এমআরএম/জেআইএম